আগরতলা, ১২ মে ২০২৫ঃ
ভারতীয় সেনার কার্যকর প্রত্যাঘাতে পাকিস্তান চরমভাবে নাস্তানাবুদ হয়েছে এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সোমবার আহুত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানে ২৩ মিনিটের পরিকল্পিত ও নির্ধারিত প্রত্যাঘাতে ভারতের সেনা অন্তত ১০টি পাক এয়ারবেস ধ্বংস করেছে।
তিনি জানান, ১০ মে ভারত ও পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছালেও যুদ্ধবিরতির পরেও জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে ব্যাপকভাবে গুলি চালিয়েছে পাকিস্তান। এর প্রত্যুত্তরে ভারতীয় সেনা কড়া জবাব দিয়েছে। তবে সোমবার সীমান্তে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।
সুব্রত চক্রবর্তী বলেন, “এই প্রত্যাঘাত শুধুমাত্র পাক সেনার বিরুদ্ধে নয়, এটি ছিল দেশের সার্বিক নিরাপত্তা এবং মা-বোনদের সিঁদুর অক্ষুণ্ণ রাখার সংকল্পের প্রতীক।” তিনি আরও জানান, পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর সন্ত্রাসবাদের সঙ্গে প্রত্যক্ষ যোগ প্রমাণিত হয়েছে এবং তাই যুদ্ধবিরতির প্রস্তাব ভারতের কাছেই প্রথম পাঠিয়েছে পাকিস্তান।
তিনি দাবি করেন, এটাই একবিংশ শতাব্দীর আধুনিক ভারতের প্রতিচ্ছবি এবং সারা বিশ্বের কাছে ভারতের এই জবাব সন্ত্রাসবাদ বিরোধী শক্তি হিসেবে দেশের অবস্থানকে আরও শক্ত করেছে।