আগরতলা, ২৩ মে, ২০২৫ঃ
রাজ্যে ক্রমবর্ধমান অপরাধ ও নেশাজনিত সমস্যার বিরুদ্ধে সোচ্চার হল যুব সমাজ। আজ ত্রিপুরা রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর প্রতিনিধি দল। পাঁচ সদস্যের এই প্রতিনিধিদল রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই বন্ধ এবং নেশা বিরোধী কার্যক্রম জোরদারের দাবি জানিয়ে ডিজিকে একটি স্মারকলিপি প্রদান করে।
ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ নেতৃবৃন্দ জানান, রাজ্যে সম্প্রতি চুরি, ছিনতাই, রাহাজানি এবং নেশাজাত দ্রব্যের অবাধ চলাচল জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তির প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা ভবিষ্যৎ সমাজের জন্য একটি বড় হুমকি। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি তোলেন তারা।
প্রতিনিধিদলের দাবি, রাজ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সংকট, যানজট এবং নিয়মভঙ্গের ঘটনা বেড়েই চলেছে। এগুলো রোধে যথাযথ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তারা।
ডিজিপি প্রতিনিধিদের দাবিগুলি গুরুত্ব সহকারে শোনেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি আশ্বাস দেন, রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসন সদা প্রস্তুত এবং যেকোনো সমস্যা সমাধানে নাগরিক সমাজের সহযোগিতা অপরিহার্য।