আগরতলা, ২৯ এপ্রিল, ২০২৫ঃ
সর্বভারতীয় কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে ‘সংবিধান বাঁচাও’ অভিযানের অংশ হিসেবে আগরতলায় বিক্ষোভ ও মিছিল করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নেতৃত্বে এই মিছিল শেষে আগরতলার নেতাজি চৌমুনী সংলগ্ন ইনকাম ট্যাক্স কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। মিছ ইনকাম ট্যাক্স অফিসের দিকে যেতে চাইলে পুলিশ মন্ত্রী বাড়ি এক্সটেনশন রোডে ব্যারিকেড করে মিছিলটিতে বাঁধা দেয়। পুলিশের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। কিছু কংগ্রেস কর্মী ব্যারিকেড অতিক্রম করে অফিসের সামনে গিয়ে বিক্ষোভ চালিয়ে যান। যদিও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিল থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, মে মাসজুড়ে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে এই সংবিধান বাঁচাও অভিযান চালাবে কংগ্রেস। গণতন্ত্র ও সংবিধানের সুরক্ষায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে সর্বভারতীয় কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার ত্রিপুরায় পালিত হলো এই কর্মসূচি।