আগরতলা, ১৬ মে, ২০২৫ঃ
ডিজিটাল প্রশাসনকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে আজ প্রজ্ঞাভবনে ‘সুশাসনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা : স্বচ্ছতা, দক্ষতা ও প্রভাব বৃদ্ধি’ শীর্ষক এক সচেতনতামূলক ও দক্ষতা বৃদ্ধি কর্মশালার আয়োজন করা হয়। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় ই-গভর্নেন্স বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে. কে. সিনহা, তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং অধিকর্তা জেয়া রাগুল গেশন বি।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশাসনিক দায়বদ্ধতা ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি পরিষেবা প্রদানের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজ্যে ইতিমধ্যেই ই-অফিস, ই-ক্যাবিনেট ও বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে, যা ডিজিটাল ত্রিপুরা গঠনের পথ প্রশস্ত করছে।
তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, এ.আই. এখন ভবিষ্যতের নয়, বর্তমানের বাস্তবতা। রাজ্য সরকার জনগণের দ্রুত ও কার্যকর পরিষেবা নিশ্চিত করতে এ.আই. ভিত্তিক উদ্ভাবনী উদ্যোগ নিচ্ছে। কর্মশালার টেকনিক্যাল সেশনে জাতীয় বিশেষজ্ঞরা এ.আই., মেশিন লার্নিং এবং উন্নত প্রশাসনিক ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোচনা করেন।