আগরতলা, ২৫ এপ্রিল ২০২৫ঃ
আগরতলা শহরে বর্ষাকালীন প্রস্তুতি সহ স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার এক প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে আগরতলা পুরনিগম এলাকায় চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বর্ষাকালীন প্রস্তুতি, শহরের জল নিষ্কাশন ব্যবস্থা, পার্কিং সমস্যা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগরতলা স্মার্ট সিটি লিমিটেড-এর সিইও শৈলেশ কুমার যাদব শহরের ড্রেনেজ সিস্টেম, জল নিষ্কাশন পাম্প এবং পার্কিং ইস্যু নিয়ে একটি চিত্রভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন।
মুখ্যমন্ত্রী বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেন নির্মাণের উপর জোর দিয়ে বলেন, অতি বৃষ্টিতে জমা জল দ্রুত নিষ্কাশনের জন্য আধুনিক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, জল নিষ্কাশন পাম্পগুলির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। শহরের বিভিন্ন স্থানে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালগুলি সবসময় সচল রাখার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন মুখ্যমন্ত্রী। বিশেষভাবে, বাধারঘাটে রামঠাকুর কলেজ মোড়ে জাতীয় সড়কের উপর একটি ফুট ওভার স্টিল ব্রিজ নির্মাণের নির্দেশ দেন তিনি, যা জনসাধারণের নিরাপদ পারাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, আগরতলা মোটরস্ট্যান্ড এলাকায় নির্মীয়মান মাল্টি লেভেল কার পার্কিং প্রকল্পের অগ্রগতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী এবং স্মার্ট সিটি লিমিটেড-এর সিইও-কে জল নিষ্কাশন ও পার্কিং ব্যবস্থার উন্নয়নে একটি যৌথ প্রকল্পের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন। সভায় ট্রাফিক সুপার কান্তা জাঙ্গির শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।