আগরতলা, ২৩ এপ্রিল, ২০২৫ঃ
২০২৫-২৬ অর্থ বছরের জন্য আগরতলা পুর নিগমের বাজেট পেশ করা হল বুধবার। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিগমের কনফারেন্স হলে বাজেট সভায় ঘাটতি বাজেট পেশ করেন এদিন।এবারের এই বাজেটে ঘটতি ধরা হয়েছে ৭২.০২ লক্ষ টাকা। মেয়র জানান, ২০২৫-২৬ অর্থ বছরে নিগমের মোট রাজস্ব ও মূলধনী আয় ধরা হয়েছে ৪৭৫ কোটি ৮৩ লক্ষ টাকা, যেখানে অনুমোদিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৭৬ কোটি ৫৫ লক্ষ টাকা। সেই অনুযায়ী ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭২ লক্ষ ২ হাজার টাকা।
বাজেট পেশ করে মেয়র নাগরিকদের প্রতি আহ্বান জানান, শহরের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “নাগরিকদের সহযোগিতা ছাড়া শহরের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে।” পুর নিগমের এই বাজেট নাগরিক পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং পরিবেশ বান্ধব প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়ার দেওয়া হয়েছে। তবে এ বছরের বাজেটে আগরতলা পুর নাগরিকের জন্য নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। আগামী বছর আগরতলা পুর নিগম সহ ১৩ টি মিনিসিপাল কাউন্সিল ও ছয়টি নগর পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে।