আগরতলা, ৩ এপ্রিল,২০২৫ঃ
ওয়ার্ক অফ সংশোধনী বিল সহ ত্রিপুরায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রশাসনের নানা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে, ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের পাশাপাশি রাজ্যেও বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বৈঠকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই বিলের তীব্র বিরোধিতা করেন এবং সরকারকে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এছাড়া, মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারকে তীব্র সমালোচনা করে আশীষ কুমার সাহা বলেন, “রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃ সুলভ আচরণ করছে।” তিনি আরও উল্লেখ করেন যে, ঈদের আগে এই জনগণের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়গুলোর বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, এবং উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনোরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহুল আলম সহ অন্যান্য নেতা-কর্মীরা।