আগরতলা, ২৮ এপ্রিল, ২০২৫ঃ
ভারতের সংবিধান প্রণেতা ড. বি. আর. আম্বেদকরকে ভারতরত্ন সম্মান দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডক্টর ভিমরাও আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা চক্রে তিনি এই মন্তব্য করেন। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, “ভারতের সংবিধানের প্রতিটি ধারা ও উপধারায় ডক্টর বি. আর. আম্বেদকরের চিন্তাধারা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।” তিনি আম্বেদকরকে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব আখ্যা দিয়ে জানান, ছাত্রজীবনে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করেছিলেন আম্বেদকর। মুখ্যমন্ত্রী তার ভাষণে ঘোষণা করেন, রাজ্য বিধানসভা ভবন চত্বরে সংবিধান প্রণেতা ডক্টর বি. আর. আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার ফলে দেশে ড. আম্বেদকরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।