আগরতলা, ২১ মে, ২০২৫ঃ
আসাম-আগরতলা জাতীয় সড়কের অন্যতম অংশ আগামী ২১ মে থেকে সংযোগ বন্ধ হয়ে যাচ্ছে। আসামের কাছাড় জেলার এনএইচ ৪৪ এর কিমি ২০০.৮৯৪-এ অবস্থিত বড়াক নদীর উপর থাকা গ্যামন ব্রিজটি মেরামতের জন্য সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। ২১ মে থেকে ২০ জুলাই পর্যন্ত দুই মাসের জন্য বন্ধ থাকবে এই অংশে গাড়ি চলাচল।
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের আওতাধীন জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেড এই সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, ব্রিজটির মেরামত কাজ করা হচ্ছে। এই সময়কালে ব্রিজে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তাই ত্রিপুরার যাত্রাপথে বিকল্প রুট হিসেবে শিলচর-কালাইন-গৌহাটি রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও এনএইচআইডিসিএল এর পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষ সতর্কতা ও সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।