আগরতলা, ১০ মার্চ, ২০২৫ঃ
আগামী কয়েক দিনের মধ্যেই আসাম থেকে ত্রিপুরায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ত্রিপুরা রাজ্যের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, “ত্রিপুরাকে বিকশিত ও উন্নত রাজ্যে পরিণত করতে গ্যাস সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
মন্ত্রী আরও বলেন, পাইপলাইন সম্প্রসারণের জন্য যেসব এলাকা চিহ্নিত করা হয়েছে, সেখানে জমির ব্যবহার নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি, যেসব জমি এই প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে, তাদের যথাযথ ক্ষতিপূরণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও, প্রকল্প নিয়ে স্থানীয় পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য তিনি মুঙ্গিয়াকামি এলাকায় শীঘ্রই সফর করবেন বলেও জানান। ত্রিপুরাবাসীর জন্য এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।