আগরতলা, ২২ এপ্রিল, ২০২৫ঃ
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২৪ সালের পরীক্ষার ৩১৭তম র্যাঙ্ক অর্জন করেছে কৃষ্ণনগর এলাকার বাসিন্দা সাগর দত্ত মজুমদার। মঙ্গলবার ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এই বছর ১০০৯ জনের তালিকা প্রকাশ করেছে ইউপিএসসি কর্তৃপক্ষ। ৩১৭তম র্যাঙ্ক অর্জনকারী সাগর দত্ত মজুমদার, বর্তমানে ত্রিপুরা সিভিল সার্ভিসে কর্মরত রয়েছেন। ২০২০ সাল থেকে তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। অষ্টমবার চেষ্টা করে এই বছর ইউপিএসসি’তে সাফল্য পান তিনি। সাগর দত্ত মজুমদার তার ছাত্র জীবনে ২০১৬ সালে রামকৃষ্ণ মিশন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন এবং ২০১৮ সালে ওই প্রতিষ্ঠান থেকেই উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামজাস কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স নিয়ে ২০১৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সাগরের পিতা তুষার দত্ত মজুমদার এবং মাতা গৌরী দত্ত মজুমদার, যিনি ওএনজিসি এর প্রাক্তন কর্মী। তার দাদু, অমুল্য রঞ্জন দত্ত মজুমদার, ছিলেন ত্রিপুরার প্রাক্তন পোস্ট মাস্টার।