আগরতলা, ১১ মার্চ, ২০২৫ঃ
উত্তর-পূর্ব ভারতের সার্বিক উন্নয়নে বর্তমান কেন্দ্রীয় সরকার যে অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেছে, তা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন একটি বনেদি হোটেলে আসাম রাইফেলস বাহিনীর উদ্যোগে আয়োজিত ‘উত্তর-পূর্ব ভারত ২০৩০ এবং তার পরবর্তী’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যপাল জানান, উত্তর-পূর্বাঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বিকাশে কেন্দ্রের ভূমিকা এখন অনেক বেশি কার্যকর। একইসঙ্গে তিনি স্মরণ করেন দেশের স্বাধীনতা আন্দোলনে উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ অবদান এবং এই অঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ।
আসাম রাইফেলস বাহিনীর ভূয়সী প্রশংসা করে রাজ্যপাল বলেন, দেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষত, উত্তর-পূর্বাঞ্চলে বাহিনীর সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডও প্রসংশনীয়।