আগরতলা, ২৬ এপ্রিল, ২০২৫ঃ
আগরতলা গভর্ণমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে গত তিন মাসে মোট ৫,৪০৯টি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। স্বাস্থ্য সচিব জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত সার্জারি বিভাগে ২,৪২৫ জন, অর্থোপেডিক বিভাগে ২,৩৭৪ জন, ইএনটি বিভাগে ৫১৫ জন এবং নিউরোসার্জারি বিভাগে ৯৫ জন রোগীর অস্ত্রোপচার হয়েছে। এই অস্ত্রোপচারের ৯৯ শতাংশই পরিকল্পিত ছিল এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হয়েছে। বর্তমানে ১৫৮ জন রোগী অস্ত্রোপচারের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে ১,৬৩৮ জন রোগীর ইকো-কার্ডিওগ্রাফি করা হয়েছে। হাসপাতালের সুবিধা উন্নয়নে বর্তমানে ২টি সিএআরএম মেশিন চালু রয়েছে এবং ৯টি সুপার স্পেশালিটি, ৫টি ব্রড সুপার স্পেশালিটি ও ৪টি সুপার স্পেশালিটি বিভাগ কাজ করছে। হাসপাতালের মোট শয্যা সংখ্যা বর্তমানে ১,৪১৩টি। শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে এজিএমসি। প্রতি বছর এখানে ১৫০ জন এমবিবিএস এবং ৮৯ জন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী ভর্তি হন। স্বাস্থ্য সচিব জানান, গত অর্থবছরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের আওতায় ১৪,২২২ জন এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের আওতায় ৭,০০৩ জন রোগী চিকিৎসা সহায়তা পেয়েছেন।