আগরতলা, ১ মে ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষার অধিকর্তার কাছে একটি গুরুত্বপূর্ণ পত্র প্রেরণ করেছেন। ওই চিঠিতে তিনি ককবরক ভাষার সমস্ত পাঠ্যপুস্তক—বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যবই, রোমান লিপিতে ছাপার অনুমতি প্রদানের দাবি জানান। বিধায়ক বর্মন চিঠিতে উল্লেখ করেন, ককবরক ভাষাভাষী বহু ছাত্রছাত্রী ও অভিভাবক রোমান লিপিকে বেশি গ্রহণযোগ্য মনে করেন। তাই তাঁদের সুবিধার্থে এই পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, গত ৩ মার্চ, ককবরক পাঠ্যবইয়ের সিলেবাস আপগ্রেড ও পুনর্গঠনের বিষয়ে একটি সাব-কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষমূলক। এই সিদ্ধান্ত ছাত্রসমাজে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং ভাষার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়াবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। সুদীপ রায় বর্মন সরকারের কাছে আবেদন জানান, সংবিধানসম্মত ভাষা অধিকারের পরিপ্রেক্ষিতে যেন ছাত্রছাত্রীদের রোমান লিপিতে পাঠ্যপুস্তক পেতে কোনো বাধা সৃষ্টি না হয়।
ত্রিপুরায় ককবরক ভাষা সরকারি ভাষা হওয়ার পাশাপাশি রাজ্যের বহু উপজাতি জনগণের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। ককবরক ভাষায় কোন লিপি ব্যবহার হবে তা নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলেছে।