আগরতলা, ২৬ এপ্রিল, ২০২৫ঃ
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় ঘোড়াচালক যুবকের মৃত্যুর ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল সিপিএম রাজ্য কমিটি। শনিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাম নেতা মানিক সরকার বলেন, “শিকারি পাখিকেও এভাবে গুলি করে মারা হয় না। এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাবার ভাষা নেই।”
প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই ঘটনা কীভাবে ঘটলো, তা খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” একইসঙ্গে তিনি নিহত স্থানীয় ঘোড়াচালক যুবকের মানবিকতা ও সাহসের ভূয়সী প্রশংসা করেন। মানিকবাবুর অভিযোগ, কাশ্মীরে সংঘটিত ঘটনাকে পুঁজি করে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সিপিএমের ডাকা এই প্রতিবাদ সভায় মানিক সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রাধাচরণ দেববর্মা এবং অন্যান্য বাম নেতৃবৃন্দ। সভায় বক্তারা কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলার পাশাপাশি রাজ্যে কাজের বকেয়া মজুরি, খাদ্য নিরাপত্তা সহ জনস্বার্থের বিভিন্ন দাবিতে আওয়াজ তোলেন।
বাম নেতৃত্ব স্পষ্ট করে জানিয়ে দেন, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও বিভাজনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।