আগরতলা, ১ মে, ২০২৫ঃ
ত্রিপুরার ক্যানসার রোগীদের সহজে সরকারি সামাজিক ভাতা পেতে আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে একটি হেল্পডেস্ক চালু হলো বৃহস্পতিবার। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে অটলবিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যানসার হাসপাতালে এই হেল্পডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়। এদিন অনুষ্ঠানের মন্ত্রী জানান, সরকারিভাবে নির্ধারিত শর্ত অনুযায়ী, যেসব ক্যানসার রোগীর বার্ষিক আয় ১,৫০,০০০ টাকার নিচে এবং যারা সরকারী চাকুরিতে নিযুক্ত নন, তারা এই ভাতার সুবিধা পাবেন। বর্তমানে রাজ্যে প্রায় ৪ হাজার ক্যানসার আক্রান্ত রোগী এই ভাতা পাচ্ছেন বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, “মানুষকে বোঝাতে হবে এই সরকার জনগণের সরকার। এই ধরনের উদ্যোগই সেটির প্রমাণ।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন্যাল ক্যানসার হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, “মানুষের সেবা করাই সর্বোচ্চ কাজ। এই হেল্পডেস্ক ক্যানসার রোগীদের চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের শেষে মন্ত্রী টিংকু রায় রোগীদের হাতে সহায়তা কেন্দ্রের ফর্ম তুলে দেন, যা ক্যানসার আক্রান্তদের ভাতা প্রাপ্তির প্রক্রিয়া সহজতর করবে বলে আশা করা হচ্ছে।