আগরতলা, ৩ মে ২০২৫ঃ
অরুন্ধুতিনগরের স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আজ পঞ্চায়েতীরাজ দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থাকে দেশের অন্যতম সফল মডেল হিসেবে তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি গোমতী জেলা ও ধলাই জেলার গঙ্গানগর ব্লক ‘প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ২০২৪’ অর্জন করেছে এবং ত্রিপুরা রাজ্য মোট ৭টি জাতীয় পঞ্চায়েত পুরস্কার পেয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৪৪টি নতুন পঞ্চায়েত ভবন, ৪টি জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টার ও ৮টি লার্নিং সেন্টার তৈরি হয়েছে। পঞ্চায়েত স্তরে ইউপিআই লেনদেনসহ ই-অফিস চালু করা হয়েছে যা স্বচ্ছতা ও দক্ষতার প্রতীক। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ডেভলিউশান ইনডেক্সে ত্রিপুরা দেশের মধ্যে সপ্তম স্থান দখল করেছে। অনুষ্ঠানে আইআইএম শিলং-এর সঙ্গে প্রশিক্ষণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং মুখ্যমন্ত্রী রাজ্যের সব পঞ্চায়েতকে দিব্যাঙ্গন বান্ধব হিসেবে ঘোষণা করেন। উন্নয়নের স্বীকৃতি হিসেবে রাজ্যসেরা ব্লক ও পঞ্চায়েতগুলিকে সম্মাননা প্রদান করা হয়।