আগরতলা, ১০ মার্চ ২০২৫ঃ
ত্রিপুরার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সিপাহীজলা অভয়ারণ্য, নেশাখোরদের এক নিরাপদ আখড়া হয়ে উঠেছে। বৃহস্পতিবার অভয়ারণ্যের পিকনিক স্পট থেকে চরিলামের বাসিন্দা সৌরভ দাস নামে এক যুবককে আটক করেছে স্থানীয় নাগরিকরা। তার কাছ থেকে ইনজেকশন সহ নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়া গেছে। অভয়ারণ্যের পিকনিক স্পটে নেশাখোরদের সমাগম বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলে আসছিলেন। প্রতিদিন উশৃঙ্খল যুবকরা প্রকাশ্যে নেশায় আসক্ত হয়ে এই এলাকায় ঘোরাফেরা করে। যা পর্যটক ও স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতি কর্তৃপক্ষের উদাসীনতার ফলে, বাধ্য হয়ে স্থানীয় কিছু যুবক নেশাগ্রস্থদের আটক করার উদ্যোগ নেয়।
উল্লেখ্য, সিপাহীজলা জেলা আদালত থেকে ২০২৪ সালের মে থেকে অক্টোবর মাসের মধ্যে প্রায় ১৪০ জন মাদক ব্যবসায়ী জামিনে মুক্তি পেয়েছে, যা বিতর্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন, যাতে সিপাহীজলা অভয়ারণ্য তার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন আকর্ষণ অক্ষুণ্ণ রাখতে পারে এবং পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারেন।