আগরতলা, ২১ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের জন্য দুটি জাতীয় পুরস্কার এনে দিল গোমতী ও ধলাই জেলা। দেশের শ্রেষ্ঠ পাঁচটি জেলার তালিকায় স্থান করে নিয়েছে গোমতী জেলা। “হলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস” বিভাগে এই পুরস্কার পেয়েছে জেলা প্রশাসন। সোমবার, সিভিল সার্ভিস দিবসে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র হাত থেকে পুরস্কার গ্রহণ করেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎকান্তি চাকমা। ভারত সরকারের প্রশাসনিক সংস্কার ও জনসেবা বিভাগের আমন্ত্রণে তিনি ইতোমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। সম্প্রতি পঞ্চায়েত রাজ দিবসে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গোমতী জেলা পরিষদ সারা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছিল।
অন্যদিকে, ধলাই জেলার গঙ্গানগর ব্লক একটি আশাব্যঞ্জক ব্লক হিসেবে “প্রধানমন্ত্রীর উৎকর্ষতা পুরস্কার ২০২৪” পেয়েছে। সিভিল সার্ভিস দিবসে এই পুরস্কার গ্রহণ করেন ধলাই জেলার জেলা শাসক ও কালেক্টর সাজু বাহিদ। এই সাফল্য ত্রিপুরা রাজ্যের উন্নয়নের প্রতি সরকার ও প্রশাসনের প্রতিশ্রুতি এবং এলাকার সার্বিক অগ্রগতির প্রতিফলন। ত্রিপুরার প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা করছেন রাজ্যবাসী।