আগরতলা, ১৬ মে, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ত্রিপুরা স্টেট রাইফেলসের অধীনে আরও একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রক টিএসআর’এর জন্য নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা সামাজিক মাধ্যমে এই খবর শেয়ার করে বলেন, “ত্রিপুরার জন্য এক বিশাল সাফল্য! কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা স্টেট রাইফেলের জন্য আরেকটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে, যা নিরাপত্তা বাড়াবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।”
সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, এই নতুন ব্যাটালিয়ন গঠনের জন্য ভারত সরকার এককালীন ৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবে।
ত্রিপুরায় ১৯৮০ এর দশকে ক্রমবর্ধমান চরমপন্থা মোকাবেলার লক্ষ্যে ১৯৮৪ সালের ১২ মার্চ প্রথম টিএসআর ব্যাটালিয়ন গঠন করা হয়। ত্রিপুরা বিধানসভায় টিএসআর আইন ১৯৮৩ পাস হওয়ার পর এই বাহিনীর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। বর্তমানে রাজ্যে মোট ১২টি টিএসআর ব্যাটালিয়ন রয়েছে, যার মধ্যে ৯টি হল ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন।
এই সিদ্ধান্তে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে এবং পাশাপাশি বহু যুবক টিএসআর’এ চাকরির সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।