আগরতলা, ৩০ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, টিবিএসই পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হল বুধবার। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। এবছর মাধ্যমিকে মোট পাশের হার ৮৬ দশমিক পাঁচ তিন শতাংশ। এ১ গ্রেড পেয়েছে ২২৮ জন, এ২ গ্রেড পেয়েছে ৮০৬ জন, বি১ গ্রেড পেয়েছে ১ হাজার ৬৯৬ জন এবং বি২ গ্রেড পেয়েছে ২ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। রাজ্যের মোট ১,০১৯ টি স্কুলের মধ্যে ৩৪৫ টি স্কুল থেকে ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। পর্ষদ সভাপতি জানান, এবছর এমন একটি স্কুলও নেই যেখানে একজনও পাশ করেনি। জেলাভিত্তিক ফলাফলে দক্ষিণ জেলা প্রথম এবং গোমতী জেলা তৃতীয় স্থান অধিকার করেছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক দুই নয় শতাংশ। তবে এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে সেরা দশ পরীক্ষার্থীর নাম ঘোষণা করেনি পর্ষদ।
এদিন মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়। আলিম পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জন পাশ করেছে। ফাজিলের আর্স বিভাগে ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন এবং থিওলজিতে ৫০ জনের মধ্যে ৪৭ জন পাশ করেছে বলে জানান পর্ষদ সচিব ডক্টর দুলাল দে।
ডক্টর দে আরও জানান, আগামী ৫ই মে-র মধ্যে সমস্ত স্কুলে মার্কশিট পৌঁছে দেওয়া হবে। উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন ৭ থেকে ৯ মে-র মধ্যে স্কুলে করতে হবে এবং ১৩ মে-র মধ্যে তা পর্ষদে জমা দিতে হবে। খাতা দেখার আবেদন নির্ধারিত নিয়মে ২৫ দিনের মধ্যে করতে হবে। এছাড়া জুন মাসের ১ অথবা ২ তারিখ থেকে বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে বলেও জানান তিনি।