আগরতলা, ০২ এপ্রিল, ২০২৫ঃ
রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে বর্তমানে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যে রাবার, আগর, আনারস এবং বাঁশভিত্তিক শিল্প স্থাপন করতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার সচিবালয়ে উত্তর-পূর্ব ভারতের বিনিয়োগের প্রচারের জন্য ডোনারপ মন্ত্রকের উচ্চস্তরীয় টাস্কফোর্সের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে প্রতিটি দপ্তরকে একটি সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি জানান, রাজ্য সরকার বিনিয়োগকারীদের জন্য ল্যান্ড রিফর্মস এবং ইজ অব ডুইং বিজনেসের মতো সুবিধা প্রদান করার ওপর জোর দিয়েছে।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে, রাজ্যে পর্যটনক্ষেত্রেও বিশাল বিনিয়োগের সুযোগ রয়েছে। পর্যটন খাতের উন্নতির জন্য প্রচার ও প্রসারের উপর আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনা ও সুবিধাগুলি তুলে ধরতে হবে। সম্প্রতি রাজ্য সরকারের সাথে বেশ কয়েকটি বিনিয়োগকারী সংস্থার মৌ স্বাক্ষরিত হয়েছে, তবে তাদের প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব আরোপ করতে হবে।
সভায় মুখ্যসচিব জে কে সিনহা সহ বিভিন্ন দপ্তরের সচিবগণ রাজ্যে বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির বিষয়ে আলোচনা করেন। সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্যে একটি সচিত্র প্রতিবেদনের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।