আগরতলা, ২৪ মে, ২০২৫ঃ
২৩ আগস্ট ‘তিপ্রাল্যান্ড ডিমান্ড দিবস’ পালন করবে রাজ্য সরকারের শরিক দল আইপিএফটি। দিনটি পালনের প্রস্তুতি হিসেবে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হয়ে গেল আইপিএফটি’র কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্মেলন। এই সম্মেলন থেকে সভাপতি প্রেম কুমার রিয়াং বলেন, “এই সম্মেলনে আগামী দিনে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষ করে তিপ্রাল্যান্ড ডিমান্ড দিবসকে ঘিরে কিভাবে আন্দোলনকে আরও শক্তিশালী করা যায় এবং আদিবাসীদের অধিকার রক্ষায় নতুন পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে মতবিনিময় হয়েছে।”
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, “তিপ্রাল্যান্ড শুধু একটি দাবী নয়, এটি আদিবাসী জনগণের আত্মপরিচয় ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই। আগামী ২৩শে আগস্ট দিনটিকে আরও জোরালোভাবে পালন করা হবে। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
উল্লেখ্য, ‘তিপ্রাল্যান্ড ডিমান্ড দিবস’ প্রতি বছর ২৩ আগস্ট পালন করে আইপিএফটি। এই দিনের মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরার জনজাতিদের জন্য পৃথক স্বায়ত্তশাসিত রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ গঠনের দাবিকে কেন্দ্র করে জনমত গড়ে তোলা ও কেন্দ্র সরকারের ওপর চাপ সৃষ্টি করা।
সম্মেলনে দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনজাতি ছাত্র ও যুব সমাজের ভূমিকা এবং আসন্ন আন্দোলনগুলির রূপরেখা নিয়েও আলোচনা হয়।