আগরতলা, ৬ মে, ২০২৫ঃ
দেশের ২৪৪ টি অসামরিক জেলার পাশাপাশি ত্রিপুরার আটটি জেলায় বুধবার একযোগে অনুষ্ঠিত হতে চলেছে সিভিল ডিফেন্স মক ড্রিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে এই মহড়া আয়োজন করা হয়েছে বলে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে।
তিনি জানান, এই মহড়ার মূল উদ্দেশ্য হল দুর্যোগ বা আপৎকালীন পরিস্থিতিতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, সম্পত্তি ও জীবনের সুরক্ষা এবং প্রশাসনের প্রস্তুতি মূল্যায়ন করা। জেলার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এবং সিভিল ডিফেন্স ক্রপস যৌথভাবে এই মহড়া পরিচালনার দায়িত্বে থাকবে। অংশগ্রহণ করবেন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, ছাত্রছাত্রী, আপদামিত্র, এনসিসি ক্যাডেট, হোম গার্ড, টিএসআর জওয়ান, অগ্নিনির্বাপক ও মেডিক্যাল টিম।
রাজস্ব সচিব জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এটি একটি নিয়মিত অনুশীলন মাত্র। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স অধিকর্তা জে বি দোয়াতি এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রজেক্ট অফিসার শরৎ কুমার দাস।