আগরতলা, ১২ মে ২০২৫ঃ
ত্রিপুরায় বেআইনি বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়া জানালেন তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। সোমবার এক বিবৃতিতে তিনি রাজ্য ও কেন্দ্র সরকারকে দ্রুত হস্তক্ষেপ করে ভুয়া পরিচয়পত্র নিয়ে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কারের আহ্বান জানান।
রঞ্জিত দেববর্মা অভিযোগ করেন, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা সদর ও ঘনবসতিপূর্ণ এলাকায় অনেক বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভাড়া বাড়ি ও বস্তিতে বসবাস করছে। তিনি বলেন, “এই অনুপ্রবেশকারীরা রাজনৈতিক মদত ও স্থানীয় দালালদের মাধ্যমে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এবং রেশন কার্ডের মতো ভারতীয় পরিচয়পত্র অবৈধভাবে সংগ্রহ করছে।”
তিনি জানান, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার লংথরাই ভ্যালি, গান্দাতুইসা, ডুম্বুরনগর, করবুক ও সাবরুমে এদের সক্রিয় উপস্থিতির তালিকা তিনি সরকারের কাছে জমা দিয়েছেন। এরা সরকারি ও বনভূমি দখল করে নির্মাণ, খুচরা ব্যবসা ও শিক্ষা খাতেও ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে প্রবেশ করছে বলে অভিযোগ করেন তিনি।
রঞ্জিত দেববর্মা “অপারেশন ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট বাংলাদেশিস” নামে একটি বিশেষ অভিযান চালানোর প্রস্তাব দেন এবং বলেন, “ত্রিপুরা সরকার এখনই কঠোর আইন প্রয়োগ না করলে পরিস্থিতি আরও জটিল হবে।” সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বানও জানান তিনি।