আগরতলা, ২ মে, ২০২৫ঃ
রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, বেড়েছে চুরি, মারামারি এবং নারীদের উপর নির্যাতনের ঘটনা। তবে এসব ঘটনায় অপরাধীরা ধরা পড়ছে না। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুলে সরব হন বামফ্রন্ট চেয়ারম্যান মানিক দে। রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার এই চরম অবনতির জন্য বামফ্রন্ট ত্রিপুরার বিজেপি জোট সরকারকেই দায়ী করছে। এদিন বামফ্রন্টের পক্ষে মানিক দে অভিযোগ করেন, রাজ্য জুড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা মারাত্মক রকম ভাবে বেড়ে গেছে। পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক সংঘর্ষের ঘটনা। প্রতিদিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে চুরি ছিনতাই এর খবর উঠে আসছে। নারী নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছে কয়েকগুণ। এদিকে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের গুরুতর অভিযোগও তোলেন মানিক দে। তিনি জানান, এসব ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্য বামফ্রন্ট রাজ্য পুলিশের অতিরিক্ত মহা নির্দেশকের কাছে ডেপুটেশন জমা দিয়েছে। সর্বোপরি, সাধারণ মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ বলেই মন্তব্য করেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি জানান, এই পরিস্থিতির বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন আরও জোরদার করা হবে।