আগরতলা, ২৯ মার্চ ২০২৫ঃ
ত্রিপুরায় বর্তমানে অর্গানিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শনিবার সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের আমতলি ভিলেজের পুস্করবাড়িতে আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি বলেন, বিশুদ্ধ খাবার উৎপাদনের জন্য অর্গানিক চাষ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারাদেশেই অর্গানিক চাষকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং রাজ্য সরকারও এই উদ্যোগে বিশেষ জোর দিয়েছে। মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন, এফপিও খোলা হয়েছে, যা কৃষকদের আয় বৃদ্ধি এবং পণ্য প্রক্রিয়াকরণে সহায়ক হবে। এই প্রথম রাজ্যে এফপিও এর মাধ্যমে একটি আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হল। মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিওন প্রকল্পের আওতায় এই আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৮ লক্ষ টাকা এবং স্টোর রুম নির্মাণে ১১ লক্ষ টাকা। তিনি আরও বলেন, জমিকে পরিত্যক্ত অবস্থায় না রেখে উপযুক্ত ফসল চাষ করা উচিত। নতুন প্রকল্প ও কৃষকদের সহায়তা কৃষিমন্ত্রী এই অনুষ্ঠানে অর্গানিক চাষের উপর একটি ক্যাটালগ প্রকাশ করেন এবং তিনজন কৃষককে সিড লাইসেন্স ও চারজনকে ফসলের বীজ প্রদান করেন।ত্রিপুরায় আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন আগরতলা, ২৯ মার্চ ২০২৫ঃ
ত্রিপুরায় বর্তমানে অর্গানিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শনিবার সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের আমতলি ভিলেজের পুস্করবাড়িতে আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি বলেন, বিশুদ্ধ খাবার উৎপাদনের জন্য অর্গানিক চাষ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারাদেশেই অর্গানিক চাষকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং রাজ্য সরকারও এই উদ্যোগে বিশেষ জোর দিয়েছে। মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন, এফপিও খোলা হয়েছে, যা কৃষকদের আয় বৃদ্ধি এবং পণ্য প্রক্রিয়াকরণে সহায়ক হবে। এই প্রথম রাজ্যে এফপিও এর মাধ্যমে একটি আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হল। মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিওন প্রকল্পের আওতায় এই আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৮ লক্ষ টাকা এবং স্টোর রুম নির্মাণে ১১ লক্ষ টাকা। তিনি আরও বলেন, জমিকে পরিত্যক্ত অবস্থায় না রেখে উপযুক্ত ফসল চাষ করা উচিত। নতুন প্রকল্প ও কৃষকদের সহায়তা কৃষিমন্ত্রী এই অনুষ্ঠানে অর্গানিক চাষের উপর একটি ক্যাটালগ প্রকাশ করেন এবং তিনজন কৃষককে সিড লাইসেন্স ও চারজনকে ফসলের বীজ প্রদান করেন।