আগরতলা, ২৯ মার্চ ২০২৫ঃ
ত্রিপুরায় বর্তমানে অর্গানিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শনিবার সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের আমতলি ভিলেজের পুস্করবাড়িতে আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি বলেন, বিশুদ্ধ খাবার উৎপাদনের জন্য অর্গানিক চাষ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারাদেশেই অর্গানিক চাষকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং রাজ্য সরকারও এই উদ্যোগে বিশেষ জোর দিয়েছে। মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন, এফপিও খোলা হয়েছে, যা কৃষকদের আয় বৃদ্ধি এবং পণ্য প্রক্রিয়াকরণে সহায়ক হবে। এই প্রথম রাজ্যে এফপিও এর মাধ্যমে একটি আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হল। মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিওন প্রকল্পের আওতায় এই আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৮ লক্ষ টাকা এবং স্টোর রুম নির্মাণে ১১ লক্ষ টাকা। তিনি আরও বলেন, জমিকে পরিত্যক্ত অবস্থায় না রেখে উপযুক্ত ফসল চাষ করা উচিত। নতুন প্রকল্প ও কৃষকদের সহায়তা কৃষিমন্ত্রী এই অনুষ্ঠানে অর্গানিক চাষের উপর একটি ক্যাটালগ প্রকাশ করেন এবং তিনজন কৃষককে সিড লাইসেন্স ও চারজনকে ফসলের বীজ প্রদান করেন।ত্রিপুরায় আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন আগরতলা, ২৯ মার্চ ২০২৫ঃ
ত্রিপুরায় বর্তমানে অর্গানিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শনিবার সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের আমতলি ভিলেজের পুস্করবাড়িতে আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি বলেন, বিশুদ্ধ খাবার উৎপাদনের জন্য অর্গানিক চাষ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারাদেশেই অর্গানিক চাষকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং রাজ্য সরকারও এই উদ্যোগে বিশেষ জোর দিয়েছে। মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন, এফপিও খোলা হয়েছে, যা কৃষকদের আয় বৃদ্ধি এবং পণ্য প্রক্রিয়াকরণে সহায়ক হবে। এই প্রথম রাজ্যে এফপিও এর মাধ্যমে একটি আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হল। মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিওন প্রকল্পের আওতায় এই আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৮ লক্ষ টাকা এবং স্টোর রুম নির্মাণে ১১ লক্ষ টাকা। তিনি আরও বলেন, জমিকে পরিত্যক্ত অবস্থায় না রেখে উপযুক্ত ফসল চাষ করা উচিত। নতুন প্রকল্প ও কৃষকদের সহায়তা কৃষিমন্ত্রী এই অনুষ্ঠানে অর্গানিক চাষের উপর একটি ক্যাটালগ প্রকাশ করেন এবং তিনজন কৃষককে সিড লাইসেন্স ও চারজনকে ফসলের বীজ প্রদান করেন।

You May Also Like

Tripura government proposed a comprehensive ₹145.71 crore project to rejuvenate the Howrah River

Agartala: Mar 27: The Tripura government has proposed a comprehensive ₹145.71 crore…

২ এপ্রিল থেকে পর্ষদ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু

আগরতলা, ২৭ মার্চ, ২০২৫ঃত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

সিপাহীজলা গেস্ট হাউস সংলগ্ন এলাকায় উদ্ধার আগ্নেয়াস্ত্র!ব্যাপক চাঞ্চল্য গ্রেপ্তার ৪!!

সিপাহীজলা গেস্টহাউস কটেজে প্রবেশের পথে উদ্ধার আগ্নেয়াস্ত্র বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার ৪জন। সম্প্রীতি…

মানকি বাত অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ মার্চ, ২০২৫ঃরবিবার সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী…