আগরতলা, ৪ মে, ২০২৫ঃ
অভাবের তাড়নায় আবার ত্রিপুরা নবজাতক সন্তান বিক্রি করে দিল এক দম্পতি। মোহনপুর মহকুমার কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নবজাতক কন্যা সন্তানকে অন্য দম্পতির হাতে হস্তান্তরের এমনই এক অভিযোগ উঠেছে রবিবার। সিমনা গ্রাম পঞ্চায়েতের কাটাছড়া এলাকার বাসিন্দা দিনমজুর প্রসেনজিৎ দাস ও তার স্ত্রী লক্ষ্মী রানী সরকার ৩০ এপ্রিল তাদের চতুর্থ সন্তান কন্যার জন্ম দেন এই স্বাস্থ্য কেন্দ্রে।
অভিযোগ, সেদিনই প্রসবের পর নবজাতক শিশুকে খোয়াই নিবাসী এক দম্পতির কাছে হস্তান্তর করেন প্রসেনজিৎ ও লক্ষ্মী। এই ঘটনা সামনে আনেন প্রসেনজিতের মা বাসনা দাস। যদিও লক্ষ্মী রানী সরকার সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করে জানান, চরম অভাবের কারণে এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তিনি আরও স্বীকার করেছেন, কোনো আইনি নথিপত্র ছাড়াই শিশুকে হস্তান্তর করা হয়েছে এবং গর্ভাবস্থায় ওই দম্পতি তাদের আর্থিক সহায়তাও করেছিলেন। এই ঘটনায় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও এখন তদন্তের আওতায়। সভ্য সমাজে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করছেন সাধারণ মানুষ।