আগরতলা, ৩০ এপ্রিল, ২০২৫: ত্রিপুরা রাজ্য সরকার সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় নতুন করে আরও ৫ হাজার ৪৫৮ জনকে সামাজিক ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সামাজিক ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া এবং কিছু ভাতা প্রাপকের মৃত্যুর ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে মোট ৩ লক্ষ ৯০ হাজার জন গরিব মানুষ ৩৪ প্রকার সামাজিক ভাতা পাচ্ছেন। এর মধ্যে ৩টি কেন্দ্রীয় ও ৩১টি রাজ্যস্তরের প্রকল্প রয়েছে। জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে ২০২৪-২৫ অর্থবছরে ৩০৮টি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৬১ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়ের বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করছে। এই উদ্যোগগুলি রাজ্যের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে।