আগরতলা, ৮ মে, ২০২৫:
ত্রিপুরা সরকার রাজ্যের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে। ৯ মে থেকে ৩ জুন পর্যন্ত, ২৬ দিনের নির্ধারিত ছুটি এ বছর আর থাকছে না। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজ, পেশাগত কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে উচ্চশিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের কল্যাণ এবং একাডেমিক ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শিক্ষার্থীদের স্বার্থে ৯ মে থেকে ৩ জুন পর্যন্ত নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো। এই সিদ্ধান্ত কেবলমাত্র এই শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য।” এই সিদ্ধান্তের ফলে সেমেস্টার পরীক্ষা, ভর্তি প্রক্রিয়া এবং নিয়মিত পাঠদান নির্বিঘ্নে চালানো যাবে বলে কর্তৃপক্ষের মত। শিক্ষক মহলের মতে, আবহাওয়া বা প্রশাসনিক কারণে যে শিক্ষা-ব্যবস্থার বিঘ্ন ঘটে, তা রোধে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। গ্রীষ্মকালীন ছুটিতে ডিউটিতে থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য সরকার ২৬ দিনের অর্জিত ছুটির ব্যবস্থা করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্র এক নতুন মাত্রা পেতে চলেছে। একাডেমিক সেশন চালু থাকায় শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়াও হবে আরও সুশৃঙ্খল ও সময়োপযোগী।
যদিও অনেকেই সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, কিছু শিক্ষার্থী গ্রীষ্মের তাপপ্রবাহের মধ্যে বিরতির অভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।