আগরতলা, ১৩ মার্চ, ২০২৫ঃ
সারা দেশে যখন সংশোধিত ওয়াকফ আইন নিয়ে একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিক্ষোভ ও ক্ষোভ দেখা দিয়েছে, সেই প্রেক্ষাপটে ব্যতিক্রমী অবস্থান নিল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা প্রদেশ শাখা। এই আইনকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন সংগঠনের নেতৃত্ব।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রদেশ কনভেনার জহির হোসেন জানান, সংশোধিত ওয়াকফ আইন মুসলিম সমাজের জন্য অত্যন্ত উপযোগী এবং সময়োপযোগী। তিনি বলেন, “এই আইন সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেক ভুল বোঝাবুঝি ও গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু বাস্তবে এই আইনে মুসলিম সমাজের উপকারই হবে।”
তিনি আরও অভিযোগ করেন, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের অজুহাতে কিছু মসজিদকে ব্যবহার করা হচ্ছে, যা অনুচিত এবং ধর্মীয় স্থানের অপব্যবহার। তিনি এর তীব্র নিন্দা জানান।
জহির হোসেনের দাবি, নতুন আইনে যেকোনো জটিলতার আইনি সমাধানের সুযোগ রয়েছে এবং আগের তুলনায় এটি আরও স্বচ্ছ ও গণমুখী। তিনি বলেন, “সংশোধিত ওয়াকফ আইন মুসলিম সমাজকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।”