আগরতলা, ২৩ মে, ২০২৫ঃ
ত্রিপুরাজুড়ে শুক্রবার থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে ১০২ এম্বুলেন্স পরিষেবা। বেতনের অনিয়ম সহ একাধিক দাবিতে ধর্মঘটে নেমেছেন পরিষেবার চালক ও কর্মীরা। তাঁদের সাত দফা দাবিকে সামনে রেখে ইন্দ্রনগরের আইটি ভবনের সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক চালক ও স্বাস্থ্যকর্মী।
এই ধর্মঘটের জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। মুমূর্ষু রোগীদের জন্য যেসব আপৎকালীন পরিবহণ প্রয়োজন, তা কার্যত অচল হয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ ১০২ পরিষেবা রাজ্যের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য একমাত্র ভরসা।
চালকদের অভিযোগ, তারা গত পাঁচ বছর ধরে সময়মতো বেতন পাচ্ছেন না। নেই ইপিএফও ইএসআই এর সুবিধা, মিলছে না দুর্ঘটনা বিমা বা ছুটির আর্থিক নিশ্চয়তা। ছুটি নিলেই বেতন কাটা হচ্ছে বলে দাবি তাঁদের। তাঁদের আরও অভিযোগ, এই পরিষেবা একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হওয়ায় শ্রমিক স্বার্থ উপেক্ষিত হচ্ছে বারবার।
প্রায় ৪০০-র বেশি ১০২ এম্বুলেন্স কর্মী এই পরিষেবার সঙ্গে যুক্ত। প্রতিটি গাড়িতে থাকেন দুইজন চালক ও দুইজন নার্স। কিন্তু পরিষেবার দায়িত্বে থাকা সংস্থা কোনও স্থায়ী নিয়োগ বা সুরক্ষা না দেওয়ায় কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে সংস্থার কিছু আধিকারিক আলোচনার প্রস্তাব দিলেও চালকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেহেতু এটি অত্যাবশ্যকীয় পরিষেবা, তাই দ্রুত সমাধানে সরকার ও স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি উঠেছে।