আগরতলা, ২৩ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হল বুধবার। পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যজুড়ে মোট ১৫টি কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ৫২৯৬ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের মধ্যে ২৫১৫ জন ছাত্র এবং ২৭৮১ জন ছাত্রী রয়েছেন। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৪৪ জন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে পিসিএম গ্রুপের জন্য, ৩০৪৮ জন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পিসিবি গ্রুপের জন্য এবং ১৬০৪ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেন। জেলার ভিত্তিতে পশ্চিম ত্রিপুরায় সর্বাধিক আটটি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়, বাকি প্রতিটি জেলায় একটি করে কেন্দ্র রাখা হয়েছে। পরীক্ষার সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রির পরীক্ষা হয়। এরপর ১টা ৩০ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত বায়োলজি এবং দুপুর ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অঙ্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন।