আগরতলা, ৮ মে, ২০২৫:
ত্রিপুরা রাজ্যে চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত বসছে ১০ মে, শনিবার। ত্রিপুরা উচ্চ আদালত সহ সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই লোক আদালত। এই উপলক্ষে মোট ৪০টি বেঞ্চে মোট ২১,৪১০টি মামলার নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে। এই মামলাগুলির মধ্যে রয়েছে মোটর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সংক্রান্ত ৩৩৯টি, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ২২১টি, ব্যাংক ঋণ সংক্রান্ত ৫,৪৫৭টি, বিএসএনএল-এর বিল সংক্রান্ত ১,০০০টি, আপোষযোগ্য ফৌজদারি বিরোধ (যেমন এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) সংক্রান্ত ১৪,২৬৪টি, চেক বাউন্স সংক্রান্ত ৬৩টি, ক্রেতা স্বার্থ সংক্রান্ত ৯টি, বিদ্যুৎ বিল সংক্রান্ত ৪৮টি এবং চাকরি সংক্রান্ত ৮টি মামলা।
ইতিমধ্যেই মামলা সংশ্লিষ্ট পক্ষদের নোটিশ পাঠানো হয়েছে এবং তারা ৫ই মে থেকে সংশ্লিষ্ট জেলা ও মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রি-কনসিলিয়েশন বা পূর্ব নিষ্পত্তির সুযোগ নিচ্ছেন। লোক আদালতে আগত ব্যক্তিদের সহায়তায় থাকবেন অধিকার মিত্র-রা।
এই জাতীয় উদ্যোগ সফল করতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অমরনাথ গৌড় প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছেন। একইসঙ্গে সদস্য-সচিব শ্রীমতি ঝুমা দত্ত চৌধুরী রাজ্যের নাগরিকদের দ্রুত ও বিনা আইনি খরচে মামলার নিষ্পত্তির জন্য লোক আদালতের সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছেন।