আগরতলা, ২৭ এপ্রিল, ২০২৫ঃ
পূর্ব ঘোষিত সূচি অনুসারে রবিবার রাজ্যে সফলভাবে সম্পন্ন হলো টিচার্স এলিজিবিলিটি টেস্ট, টেট পার্ট-২ পরীক্ষা। রাজ্যের ৮ টি জেলায় ১১৯টি পরীক্ষাকেন্দ্রে মোট ৩৫,১৪৮ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা, টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব জানান, সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের সেন্টারে প্রবেশের প্রক্রিয়া শুরু হয় এবং সকাল ১১টায় কেন্দ্রীয় গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদিও বেশিরভাগ পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সেন্টারে পৌঁছে গিয়েছিলেন, কিছু পরীক্ষার্থী সকাল ১১টার পরে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। তবে টিআরবিটির কঠোর নির্দেশ অনুসারে, নির্ধারিত সময়ের পরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, টিআরবিটির সূচি অনুযায়ী আগামী ৪ মে, রবিবার রাজ্যজুড়ে টেট পার্ট-১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুষ্ঠু ও নিয়মাবদ্ধ পরিচালনার জন্য টিআরবিটি কর্তৃপক্ষ ইতিমধ্যেই নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।