আগরতলা, ২৯ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরায় ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অনুষ্ঠিত হবে ৪ মে, রবিবার। এবছর রাজ্যের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রগুলিতে নিরাপত্তার জন্য গৃহীত হয়েছে কড়া ব্যবস্থা। জেলা পুলিশ সুপার জানান, পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে বিশেষ নিরাপত্তা বাহিনী। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, বর্তমানে যা শিক্ষা মন্ত্রনালয় নামে পরিচিত, তাদের অধীনস্থ ন্যাশনাল টেস্টিং এই পরীক্ষা পরিচালনা করছে। নীট একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেডিকেল, ডেন্টাল ও প্যারামেডিক্যাল স্নাতক কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়। এবছর গোটা দেশজুড়ে প্রায় ২৩ লক্ষাধিক পরীক্ষার্থী নিট পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছে। পরীক্ষাটি হবে অফলাইনে পেন-পেপার মোডে, সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা বিষয় থেকেvপরীক্ষায় থাকবে মোট ১৮০টি প্রশ্ন। প্রতি প্রশ্নের জন্য ৪ নম্বর এবং ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং প্রযোজ্য। পরীক্ষা ১৩টি ভাষায় অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, ইংরেজি, অসমিয়া, গুজরাটি, তেলুগু, তামিল, উর্দু, ওড়িয়া, পঞ্জাবি, মারাঠি, মালায়ালম এবং কন্নড়। প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে।