আগরতলা, ২৩ মে, ২০২৫:
ত্রিপুরায় প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব কচ্ছপ দিবস। এই উপলক্ষে আজ উদয়পুর মাতাবাড়ির ধন্যমাণিক্য মুক্তমঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
উদ্বোধনী ভাষণে অর্থমন্ত্রী বলেন, “বিশ্ব কচ্ছপ দিবস শুধু কচ্ছপের প্রতি ভালোবাসা প্রদর্শনের দিন নয়, এটি আমাদের দায়িত্বের স্মরণ করিয়ে দেয় যে, তাদের আবাসস্থল সংরক্ষণ করা জরুরি।” তিনি আরও বলেন, “জীববৈচিত্র্য রক্ষা করে সামাজিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই দিবস পালনের উদ্যোগ নিয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মাও। তিনি বলেন, “মানব সমাজকে টিকিয়ে রাখতে হলে বাস্তুতন্ত্র রক্ষা করতেই হবে। আর বাস্তুতন্ত্র রক্ষা করতে হলে গাছপালা, জীবজন্তু ও পশুপাখির সংরক্ষণ নিশ্চিত করতে হবে।” তিনি কচ্ছপের প্রজনন বৃদ্ধির উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন।
বিশেষভাবে উল্লেখ্য, মাতাবাড়ি মন্দির ‘কূর্মপীঠ’ নামে পরিচিত, কারণ মন্দিরের গঠন কচ্ছপের আকৃতির। মন্দির সংলগ্ন কল্যাণসাগর হ্রদে বসবাসকারী কচ্ছপগুলোকে দেবী ত্রিপুরাসুন্দরীর প্রতীক হিসেবে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মান্য করেন ভক্তরা।
রাজ্য সরকারের এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবিদরা।