আগরতলা, ৬ মে, ২০২৫
ত্রিপুরা রাজ্যকে খাদ্যে স্বয়ংম্ভর করে তুলতে কৃষি দপ্তর আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির সহায়তায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ২০২৪ সালের ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য এনডিআরএফ প্রকল্পের আওতায় ২ লক্ষ ১৩ হাজার ৫৪৩ জন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৭৯ কোটি ৮৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। রাজ্যের ৪৮টি কৃষি মহকুমার মধ্যে ইতিমধ্যে ৪৫টি মহকুমার কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে। কৃষক কল্যাণে রাজ্য সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, গত সাত বছরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার মাধ্যমে ২ লক্ষ ৮৩ হাজার ১৬৪ জন কৃষককে ৮৪২ কোটি ৬২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে। লেম্বুছড়া এলাকায় ইন্দো-ডাচ প্রজেক্টের মাধ্যমে ফুলচাষ এবং এআরসি পদ্ধতিতে আলু চাষের কাজও শুরু হয়েছে। তিনি আরও জানান, বর্তমান সময়ে কৃষকদের আয় বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা অর্জনের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষিত যুবকরাও এখন কৃষিক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।