আগরতলা, ২১ মে, ২০২৫ঃ
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বল্লামুখা এলাকায় বাংলাদেশের ইউনুস প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বাঁধ নির্মাণের ফলে ত্রিপুরার একাধিক এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সরজমিনে বল্লামুখ এলাকা পরিদর্শন করেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, জমাকৃত জল কৃষকদের ফসলের মারাত্মক ক্ষতি করতে পারে এবং ভবিষ্যতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে।
বিরোধী দলনেতা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, এমন পরিস্থিতির মোকাবিলায় সরকার এখনও পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। একইসাথে বাংলাদেশের বাঁধ নির্মাণ নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, ভারতীয় কাঁটাতার নির্মাণের সময় বাংলাদেশ অযথা বাধা সৃষ্টি করেছিল, যার ফলে প্রকল্পে বিলম্ব হয়।
এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি এক সাংবাদিক সম্মেলনে জানান, বল্লামুখা এলাকায় জমাকৃত জল নিষ্কাশনের জন্য ইতিমধ্যেই ড্রেন নির্মাণ করা হয়েছে এবং সেই ড্রেনের মাধ্যমে জল অপসারণ চলছে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে আশ্বাস দেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বদা প্রস্তুত আছে।