আগরতলা, ১৬ এপ্রিল, ২০২৫ঃ
সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এবং ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট জমা দেওয়ার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে সরব হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আজ গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরায়ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস নেতা-কর্মীরা। এদিম ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল আগরতলার দুর্জয়নগর ইডির দপ্তরের সামনে গিয়ে প্রতিবাদ জানায়। ইডি অফিসের ৫০ মিটার আগে পুলিশ ব্যারিকেড করে মিছিল থামিয়ে দিলে কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।
কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স দপ্তরকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এদিনের বিক্ষোভে কংগ্রেস নেতাকর্মীদের স্লোগান ও ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তীব্র সমালোচনা শোনা যায়। উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। মুর্শিদাবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একাংশ রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিরোধী দলগুলি, বিশেষত কংগ্রেস ও তৃণমূল, এই ইস্যুতে সংখ্যালঘুদের আন্দোলনে উস্কানি দিচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।