আগরতলা, ২৭ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের কারণে জনসংখ্যাগত পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। তিনি এই প্রবণতার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং আদিবাসী জনগণের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। রবিবার এক সামাজিক মাধ্যম পোস্টে প্রদ্যোত জানান, “প্রতিদিন অবৈধ বাংলাদেশিরা প্রবেশ করছে! পাঁচজন ধরা পড়লেও হাজারজন পালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, ত্রিপুরা সহ অসম এবং মেঘালয়ের কিছু অংশও এখন অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, “ত্রিপুরা আবারও এক নতুন জনসংখ্যাগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে।” তিনি সতর্ক করেন, “আদিবাসী জনগোষ্ঠী ভূমির অধিকারের যে দাবি জানাচ্ছে, তা আসলে নিজেদের অস্তিত্ব রক্ষার জরুরি প্রয়োজন থেকেই উদ্ভূত।” তিনি জোর দিয়ে বলেন, এই সমস্যা শুধু সাংস্কৃতিক পরিচয়ের জন্যই নয়, গোটা অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক ভিত্তির জন্যও হুমকিস্বরূপ। ভারতের বাকি অংশের কাছে এই সংকটের গুরুত্ব বোঝার এবং ত্রিপুরার আদিবাসী জনগণের পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি।