আগরতলা, ২২ এপ্রিল ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্য সরকার গুণগত শিক্ষা নিশ্চিত করে রাজ্যকে একটি এডুকেশন হাব-এ রূপান্তর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আরও পাঁচটি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। তিনি জানান, শিক্ষা ছাড়া কোনও জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান রাজ্য সরকার শিক্ষার গুণমান বৃদ্ধির দিকে বিশেষ নজর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে চালু হওয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ রাজ্যেও সঠিকভাবে রূপায়িত হচ্ছে। এর আওতায় ‘নিপুণ ত্রিপুরা’ প্রকল্প, জাতীয় পাঠক্রম রূপরেখা, নতুন পাঠ্যবই, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, বিদ্যা সেতু, বন্দে ভারত এবং ই-বিদ্যা চ্যানেল চালু করা হয়েছে। রাজ্যের ৮৫৪টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস, ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তর, সুপার-৩০ প্রকল্পের মাধ্যমে মেধাবীদের আইআইটি, এনআইটি ও এমবিবিএস কোর্সে সুযোগ প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চালু হয়েছে মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ও প্রয়াস প্রকল্প, যার মাধ্যমে বিনামূল্যে ওয়ার্কবুক বিতরণ, অভিন্ন প্রশ্নপত্র, টিবিএসই পরীক্ষার সংস্কার এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটেছে।