আগরতলা, ২৫ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরায় অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে প্রশাসনকের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার রাজ্যের প্রত্যেক জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশিতের মুখ্যমন্ত্রী। পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর কেন্দ্র সরকারের নির্দেশে ভারতের বিভিন্ন রাজ্যে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফেরানোর কাজ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা সরকারও এই পদক্ষেপ নেয়।
শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা একটি ভিডিও কনফারেন্সে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ দেন, রাজ্যে যদি কেউ বেআইনিভাবে, বিশেষ করে পাকিস্তানি নাগরিক হিসেবে অবস্থান করে থাকেন, তাহলে তাদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন্দ্র আগেই রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এই নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “পাহেলগাঁওয়ে যে নিষ্ঠুর হামলা হয়েছে, তার প্রতিশোধস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, এ নিয়ে আমার পূর্ণ আস্থা আছে। রাজ্যবাসীর তরফে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা জানাচ্ছি।”