আগরতলা, ২২ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যজুড়ে সংবিধান বাঁচাও কর্মসূচি শুরু করতে চলছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার আগরতলা কংগ্রেস সদর কার্যালয় এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবিধান বাঁচাও কর্মসূচির পাশাপাশি আগামী এক বছর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যে ঘরঘর অভিযান করবে। সাংগঠনিক শক্তিকে পুনর্গঠনের পাশাপাশি ইস্যুভিত্তিক আন্দোলনে গতি আনতেই প্রদেশ কংগ্রেস নিচ্ছে একাধিক পদক্ষেপ। এরই অঙ্গ হিসেবে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে একটি বৈঠক থেকে এই ‘সংবিধান বাঁচাও অভিযান’ কর্মসূচির রাজ্যব্যাপী সফল বাস্তবায়নের রূপরেখা নির্ধারিত হয়। প্রদেশ, জেলা ও ব্লক স্তরে ১৫ দিনব্যাপী এই কর্মসূচি পালিত হবে বলে জানান সভাপতি আশীষ কুমার সাহা। এছাড়া বছরব্যাপী ‘ঘর ঘর অভিযান’ কর্মসূচি নিয়েও আলোচনা হয়। জাতিগত জাত গণনার ভিত্তিতে ৫০ শতাংশ সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে কংগ্রেসের সওয়াল, এবং এই দাবিকে সামনে রেখেই রাজ্যজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দল। পাশাপাশি, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতেও কংগ্রেস সরব। সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে কংগ্রেস রাজ্য ও জাতীয় স্তরে প্রকাশ্য আন্দোলনের পথে হাঁটবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।