আগরতলা, ৩ এপ্রিল:
“রাজ্যে খেলাধুলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের কাছে প্রচুর প্রতিভা রয়েছে, তবে তাদের উপযুক্ত প্ল্যাটফর্মের প্রয়োজন।” আগরতলা বাধারঘাট দশরথ দেব রাজ্য স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত দেবভক্তি জমাতিয়া সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্রাক, স্বদেশপ্রিয় নন্দী সিন্থেটিক হকি গ্রাউন্ড ও প্রতুল ভট্টাচার্য সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন পরে এই কথা বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ এবং জীবন দর্শন খুঁজে পাওয়া যায়। তাছাড়া “ড্রাগ এডিকশন রাজ্যের একটি বড় সমস্যা, এবং খেলাধুলার মাধ্যমে আমরা তা থেকে মুক্তি পেতে পারি। ছেলেমেয়েরা যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তবে তারা ড্রাগ অ্যাডিকশন থেকে দূরে থাকতে পারবে।” রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও, এদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন এবং রাজ্যের তরুণ খেলোয়াড়দের জন্য উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠানে রাজ্যের প্রয়াত তিন খেলোয়াড় দেবভক্তি জমাতিয়া, স্বদেশ প্রিয় নন্দী এবং প্রতুল ভট্টাচার্যের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। এছাড়া ত্রিপুরা স্পোর্টস স্কুলের পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য বীমা কার্ড বিতরণও করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিধায়িকা মিনারানী সরকার, পদ্মশ্রী দীপা কর্মকার উপস্থিত ছিলেন।