আগরতলা, ২২ মে, ২০২৫ঃ
ত্রিপুরার খোয়াই জেলায় উত্তর কৃষ্ণপুর ও মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর মহারানী এলাকায় স্থাপিত হতে চলেছে একটি পূর্ণাঙ্গ পুলিশ স্টেশন এবং একটি এসএ অফিস। মূলত তেলিয়ামুড়া থানার কৃষ্ণপুর আউট পোস্ট এবং কল্যাণপুর থানার উত্তর মহারানী আউটপোস্ট এলাকাকে নিয়ে গড়ে তোলা হবে এই নতুন থানা। সম্প্রতি রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে নতুন থানা গঠনের এই নির্দেশ দেওয়া হয়েছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা উত্তর কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর এবং মাইগঙ্গা অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের দাবিতে সরব ছিলেন। বিগত কয়েক দশকে উগ্রপন্থী হামলায় এই এলাকার ১৭ জন গ্রামবাসী প্রাণ হারান। সেই সময় থেকেই গ্রামবাসী এলাকায় একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের দাবি জানিয়ে আসছিল। ল রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা এই দাবি গুরুত্বের সঙ্গে রাজ্য সরকারের উচ্চ মহলে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথের সক্রিয় সহায়তায় অবশেষে প্রকল্পটির অনুমোদন মঞ্জুর হয়েছে।
এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “বিগত সরকারের উদাসীনতার ফলেই আমাদের ১৭টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল। বর্তমান সরকার জনতার দাবিকে সম্মান জানিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমি এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির অনুমোদনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”