আগরতলা, ২৭ মে, ২০২৫ঃ
ত্রিপুরায় রাজ্য সরকারের বিভিন্ন ডিগ্রী কলেজে ভর্তি প্রক্রিয়ায় এবার বড় পরিবর্তন আনল ত্রিপুরা রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজে ভর্তি হবে শুধুমাত্র অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে। অফলাইন পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল এইচ কুমার।
বিশেষ সচিব জানান, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমস্যা দূর করতে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এবার ছাত্রছাত্রীরা তিনটির পরিবর্তে চারটি কলেজে ভর্তি আবেদন করতে পারবে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ৩০ মে ২০২৫ পর্যন্ত। পরবর্তী সময়ে দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়াও শুরু হবে বলে জানানো হয়েছে। এছাড়াও অধিকর্তা অনিমেষ দেববর্মা আশা প্রকাশ করেন, রাজ্যের ডিগ্রী কলেজগুলোতে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন শিক্ষাবর্ষ শুরু করা যাবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সহ অন্যান্য বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ফলে ভর্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে বলে জানান দপ্তরের আধিকারিকরা। রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত কলেজ ভর্তিকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করবে বলে মনে করা হচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ—নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।