আগরতলা, ২১ মে, ২০২৫ঃ
ত্রিপুরার পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় জনগণের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাফল্যের জন্য পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। পশ্চিম মজলিশপুর, জিরানিয়া আর ডি ব্লকের অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত, যা দেশের অন্যান্য রাজ্যের প্রতিযোগী পঞ্চায়েতগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করেছে। আগামী ৯ ও ১০ জুন ২০২৫ তারিখে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনামে অনুষ্ঠিতব্য ই-গভর্নেন্স বিষয়ক জাতীয় সম্মেলনে পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে পঞ্চায়েতকে একটি পদক, একটি শংসাপত্র এবং নগদ পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। এই খবর নিজে সামাজিক মাধ্যমে জানিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই স্বীকৃতি ত্রিপুরা সরকারের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং জনগণমুখী করে তোলার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উল্লেখ্য, ২০২৪ সালেও ত্রিপুরা পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন বিভাগে মোট সাতটি জাতীয় পুরস্কার লাভ করেছিল, যা সেবছরের জন্য দেশের মধ্যে সর্বোচ্চ ছিল। এই সাফল্যে খুশি রাজ্যের প্রশাসনিক মহল। বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরার মতো একটি উত্তর-পূর্বাঞ্চলীয় ছোট রাজ্যের পঞ্চায়েতি স্তরে ডিজিটাল প্রশাসন ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়ার এই প্রয়াস আগামী দিনে অন্যান্য রাজ্যগুলির জন্য অনুকরণীয় উদাহরণ হতে পারে।