আগরতলা, ১৩ মার্চ, ২০২৫ঃ
কৈলাসহরের শ্রীরামপুর ট্রাই জংশনে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ভাঙা মূর্তির বেদীতে রামের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। একদিকে এই ঘটনাকে ধর্মীয় বিভাজনের চক্রান্ত বলে নিন্দা জানিয়েছে সিপিএম, অন্যদিকে রামের মূর্তি স্থাপনের সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দায় এড়ালো বিজেপি। সিপিএমের রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, “এই ধরনের কাজ ধর্মীয় অনুভূতিকে উস্কে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে। এটি একটি পরিকল্পিত ঘটনা।” তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। এই ঘটনার মধ্যেই কৈলাসহরে সংশোধিত ওয়াকফ আইন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ক্ষোভ এবং শনিবার যৌথ আন্দোলন কমিটির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন করে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর জানান, “কে বা কারা রামের মূর্তি বসিয়েছে, তা আমাদের জানা নেই। এতে দলের কোনও হাত নেই।” বিজেপি এই ঘটনায় সরাসরি কোনও দায় স্বীকার না করলেও রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা অব্যাহত। স্থানীয় বাসিন্দাদের একাংশও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, রাস্তার পাশে খোলা আকাশের নিচে এমনভাবে মূর্তি স্থাপন যথাযথ নয়, এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে।