আগরতলা, ১৪ মে, ২০২৫ঃ
ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানার দক্ষিণ চরিলামে মঙ্গলবার রাতে একটি খেলনা হেলিকপ্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লাল ও নীল আলো জ্বলতে থাকা হেলিকপ্টারটি একটি গাছের চারপাশে চক্কর কাটার পর বাঁশঝাড়ের কাছে নেমে আসে। হঠাৎ এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।
রক গ্রামবাসী জানান, “দেখতে ড্রোনের মতো লাগছিল। আমরা কেউই সাহস করে কাছে যাইনি। খুব ভয় লাগছিল।” অনেকেই ধারণা করেন, এটি কোনো বিস্ফোরক বা গুপ্তচর ডিভাইস হতে পারে। এই খবর পাওয়ার পর বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ ঘটনাস্থলে পৌঁছান। তারা টর্চলাইট দিয়ে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, এটি একটি নিরীহ খেলনা হেলিকপ্টার। ওসি সুবিমল দেবনাথ বলেন, “আমরা সাবধানে বস্তুটি পরীক্ষা করি এবং বুঝতে পারি এটি সম্পূর্ণ নিরীহ একটি খেলনা হেলিকপ্টার। আমরা গ্রামবাসীদের আশ্বস্ত করেছি, ভয়ের কিছু নেই।” দেশের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এমন ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয় বলেই মনে করছেন স্থানীয়রা। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।